ব্রেকিং নিউজঃ
কলকাতা সাইবার ক্রাইম থানার হানা তে ধরা পড়েছে ভূয়া কল সেন্টার, গ্রেপ্তার ২৭ জন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতা পুলিশের বিধান নগর সাইবার ক্রাইম থানা অভিযান চালিয়ে একটি ভূয়া কল সেন্টার হাদিস পায়। এবং ঔ কল সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে মোট ২৭,জনকে। এর মধ্যে মহিলা রয়েছে ১৭,জন। এবং এই কল সেন্টার থেকে ভূয়া পরিচয় পত্র ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার চক্রান্ত করছিল বলে জানান বিধান নগর পুলিশ কমিশনার এর সাইবার ক্রাইম থানার আই সি। এবং এই কল সেন্টার থেকে প্রচুর পরিমাণে ল্যাপটপ ও কম্পিউটার এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যাক্তিদের আজ আদালতে তোলা হবে বলে জানান সাইবার ক্রাইম থানার আই সি। এর আগে একটি ভূয়া কল সেন্টারে হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল আই ডি কাড উদ্ধার করে।।