ব্রেকিং নিউজঃ
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রাম —
রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রামিম ওই গ্রামের প্রবাসী আবদুস সবুরের ছেলে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টায় উরকিরচর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উরকিরচর ইউপি সদস্য কাউসার আলম বলেন, অনুষ্ঠানের আলোকসজ্জা করার জন্য পুকুরে পাম্প বসানো হয়েছিল। ওই পাম্পের তারে জড়িয়ে রামিম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।