এবিসি ন্যাশনাল নিউজ পরিবার এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৪৪৮ বার পড়া হয়েছে
এবিসি ন্যাশনাল নিউজ পরিবার এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ভেড়ামারা প্রতিনিধি – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত জাতীয় পত্রিকা এবিসি ন্যাশনাল নিউজ।
অনলাইন পত্রিকা জগতে বহুল প্রচারিত ও আলোচিত এবিসি ন্যাশনাল নিউজ শুধু সংবাদ পরিবেশনই করেন না। সংবাদ এর পাশাপাশি সাংবাদিকদের মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকাসহ নানাবিধ সামাজিক কার্যক্রম করে ইতিমধ্যে সবার আস্থা অর্জন করেছেন।
অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আজ রবিবার সকাল ৯.৩০ ঘটিকার সময় ভেড়ামারাস্হ কার্যালয়ে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এবিসি ন্যাশনাল নিউজ এর ডিরেক্টর ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এবিসি ন্যাশনাল নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদ সরোয়ার চপল, ভেড়ামারা প্রতিনিধি ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজমাইন মোহন, দপ্তর সম্পাদক মন্টু রহমান, কোষাধ্যক্ষ জাকির হোসেন মিথুন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাজ্জাদ, শামীমা ইয়াসমিন, হোসেন প্রমুখ।
প্রত্যেক কে চাল, ডাল, আটা, সেমাই, চিনি ইত্যাদি প্রদান করা হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, আমরা সবাই সবার সাধ্যমত একটু চেষ্টা করলেই সবাই কে নিয়ে ঈদ আনন্দে অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
প্রতিবেশীরা আমাদেরই আপনজন। তাদের জন্য কিছু করতে পারলে নিজেদের কে ধন্য মনে করবো…।
আসুন আমরা সবাই আমাদের সাধ্যমত প্রতিবেশীর পাশে দাঁড়াতে একটু সচেষ্ট হয়।
মানুষ মানুষের জন্য। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় এবিসি ন্যাশনাল নিউজ পরিবার আছে এবং থাকবে। জয় হোক মানবতার, জয় হোক এবিসি ন্যাশনাল নিউজ এর। জয় হোক এবিসি পরিবারের। জয় হোক এবিসির উপদেষ্টা মন্ডলী ও সহযোদ্ধা সাংবাদিকদের।