এগিয়ে যাওয়ার পথে মানবতার সেবায় সর্বদা সচেষ্ট”উমরমজিদ ইউনিয়ন মানব কল্যাণ সংগঠন “
- আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৫৫৫ বার পড়া হয়েছে
মোঃইয়ানিন সরকার আকাশ
রাজারহাট প্রতিনিধ
উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠন ৫৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।এছাড়াও সংগঠনটি অনেক সেবামূলক কাজ করে আসতেছে । এই সংগঠন এর টীম টি দীর্ঘদিন ধরে শীতার্ত দের মাঝে শীতবস্ত্র, অসুস্থ ব্যাক্তিকে সাহায্য প্রদান, অসহায় মেধাবী ছাত্র/ছাত্রী দের বিশেষ সাহায্য প্রদান, মসজিদে মাইক প্রদান সহ অনেক ধরনের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।
এছাড়াও উমরমজিদ ইউনিয়ন মানব কল্যাণ সংগঠন টি সাধ্যমতো গরীব অসহায়,পথ শিশু,প্রতিবন্ধী, অসহায় নারি,গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানোর চেষ্টা করে আসতেছে, করছে এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে ইনশা আল্লাহ।
সেই কষ্টের কথা ভেবেই এবার ঈদুল ফিতরে সবার মাঝে আনন্দ ভাগা-ভাগি করতে অসহায় পরিবারের মধ্যে আলু,পোলার চাউল, পিয়াজ তেল,মুরগির মাংস বিতরণ করেছে উমরমজিদ ইউনিয়নের প্রতিটি মৌজায়।এতে ৫৫ টি পরিবারের জন্য খাদ্য সহায়তা করেছে সংগঠনটির সভাপতি,সাধারণ সম্পাদক
,যুগ্ন সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইভেন্ট বাস্তবায়ন কমিটি সদস্যগণ।
সগঠনের সভাপতি জনাব মোঃআমিনুল ইসলাম বলেন,আমরা সবসময় গরীব দুঃখী মানুষের পাশে আছি এবং সারা জীবন থাকবো। তিনি আরো ও বলেন, আমাদের সংগঠন গুলোর এর পাশাপাশি দেশ ও সমাজের
বিত্তশালী /সংগঠন গুলো কে এগিয়ে আসার আহবান জানান।
ভিডিও কনফারেন্সের মাধমে
সংগঠন টির সাধারন সম্পাদক মোঃ বজলুল করিম (উপপরিদর্শক, বাংলাদেশ পুলিশ) বলেন আমরা সবসময় আমরা অসহায়, দরিদ্র, মানুষের পাশে দাড়াই, আমাদের সকল সদস্যদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বেশী বেশী করে সমাজসেবামূলক কাজ করে যেতে পারি।
#ইন শা আল্লাহ এভাবেই এগিয়ে যাবে…সবসময়
উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠন টি।
তাই সকলের দোয়া কামনা করছি সংগঠন ও সংগঠনের সদস্য দের জন্য।