ব্রেকিং নিউজঃ
এক যুবক বিদেশি পিস্তলসহ RAB7 এর হাতে আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
ট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বাদামতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছেন RAB 7-এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত যুবক ওই এলাকার বিশ্ব কলোনির আব্দুল কুদ্দুসের ছেলে মো. মানিক (৩৫)।
সোমবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহার করত মানিক।
এদিকে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে RAB7।