উত্তর প্রদেশের জ্ঞ্যানবাপী মসজিদের প্রাচীর ভাঁঙা যাবে না সাফ জানিয়ে দিল আদালত।।
- আপডেট সময় : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কাশীর জ্ঞানবাপি মসজিদের যে শিবলিঙ্গ ছিল তা বজায় রাখার জন্য যে আবেদন করেন হিন্দুদের পক্ষ থেকে তা খারিজ করে দিল আদালত। যার ফলে হিন্দু পক্ষের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়েছে। এদিন ১৬,মে, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র বেঞ্চ যে রায় দিয়েছিল তার উপর ভিত্তি করে বলা হয়েছে ছিল যে হিন্দু মন্দির ও শিবলিঙ্গ মসজিদ তৈরি হবার আগে ছিল কি না তা ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী রায় দিতে।
এবং তার রায় উত্তর প্রদেশের নিন্ম আদালতে হবে। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এ কে বিশ্বশ্বর বলেন যে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি যে ওখানে মন্দির ভেঙে ও শিবলিঙ্গ সরিয়ে জ্ঞ্যানবাপী মসজিদের তৈরি করা হয়েছিল। এবং পাঁচ জন হিন্দু মিলে এই মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে চার জন মসজিদ ছিল বলে ঘোষণা করেন। কিন্তু এদের একজন রাখি সিঙ তাতে আপত্তি তোলেন। এবং আদালত পৌঁছে যায় এই মামলা। সেই সাথে কাশির কারাবত মন্দিরের পূজারী গনেশ শঙ্কর উপাধ্যায় বহু দিন আন্দোলন শুরু করেন। কিন্তু সব কিছু বিফল করে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কাশির কারাবত মসজিদ যে মুসলিম সম্প্রদায়ের ছিল তা আরেক বার প্রমাণ করে দিল আদালত। সেই সঙ্গে ধাক্কা খেল গোঁড়া হিন্দুদের আন্দোলন ও অনৈতিক দাবি।।