ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১জন
- আপডেট সময় : ০২:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৬২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ পাবনার ঈশ্বরদীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলা (২২) নাটোর জেলার লালপুর উপজেলাধীন বিলমাড়িয়া মোহরকয়া এলাকার মো. জিন্নাত সরদারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার মো. খোদাবক্স এর ছেলে হাকিম (৩০)।
ঘটনা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের মুরগির খামারের জন্য খাবার নিতে লালপুর থেকে ঈশ্বরদীর দাশুড়িয়ায় যাচ্ছিলেন হাকিম ও বাবলা। ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে দাশুড়িয়া থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটর সাইকেলে থাকা সবাই ছিটকে পড়লে বাবলা গিয়ে পরে একটি ১৬ চাকার লরির নিচে।
দুই গাড়ি সংঘর্ষের বিকট শব্দে আশপাশের জনতা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসারত অবস্থায় বাবলার মৃত্যু হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানেই চিকিৎসারত অবস্থায় বাবলার মৃত্যু হয়েছে।