ঈদের নামাজ পড়া হলো না সেনা সদস্য অন্তরের

- আপডেট সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

এবিসি ন্যাশনাল নিউজ ডেস্কঃ
গোসল করে ঈদের নামাজে যাওয়ার সব প্রস্তুতি শেষ। শুধু পাঞ্জাবি লন্ড্রি করা বাকি। আর সেই লন্ড্রি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিভে গেল অন্তরের জীবনপ্রদীপ। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের খোড়াখাই ভুড়িয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলিফ ইব্রাহীম অন্তর। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। সর্বশেষ রামু ক্যান্টনমেন্ট থেকে তার পোস্টিং হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব)। আগামী ১৮ এপ্রিল সেখানে যোগদানের কথা ছিল তার।
তাই ছুটিতে বাড়িতে ঈদ করতে আসেন ওই সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে কাপড়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হন অন্তর। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে বৈদ্যুতিক সংযোগসহ লন্ড্রি মেশিনটি তার বুকে পড়ে যায়।এতে গুরুতর আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।