ইসলামী ব্যাংক শরিয়াহ পরিপালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৫৬ বার পড়া হয়েছে
চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বীরগঞ্জ শাখার উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলওয়াত করেন সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ মোঃ একরামুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন, ফাষ্ট এ্যাসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ আতিকুর রহমান (CAMS), প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জোন এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদ এর ইমাম ও খতিব মুফতি মোঃ জাহিদুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
ইসলামী ব্যাংকিং কোন কল্পনা বা তাত্ত্বিক কথা নয় বরং বিশ্বের এক সফল বাস্তবতা। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং সর্বাধুনিক আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। দেশের ২৫ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর আওতায় পরিচালিত হচ্ছে।
শরীআহ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিং’র মূল ভিত্তি।
ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরীআহ নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। শরীআহ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিং’র অগ্রাধিকার প্রাপ্ত কোনো বিষয় নয় বরং বাধ্যতামূলক। এর লক্ষ্য ও কর্মকাণ্ডে এমন কোন উপাদান নেই যা ইসলাম অনুমোদন করে না।
এছাড়া ব্যাংকিং কার্যক্রমে যথাযথ শরীআহ পরিপালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান বক্তারা।
ফাষ্ট এ্যাসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ আতিকুর রহমান (CAMS) তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে অনেকেই মিথ্যা অপপ্রচার করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমরা গুজবে কান না দিয়ে শরীআহ নীতি মেনে চলে ব্যাংকের কার্যক্রম চালিয়ে যাবো।
কর্মশালা শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সিনিয়র ইউনিট অফিসার সহ সবাই দোয়া ও মোনাজাত করেন।