আল্লাহ আল্লাহ ধ্বনিতে বিধায় নিল চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী ২০২২
- আপডেট সময় : ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৮২ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম -লোহাগাড়ায় চুনতির ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) আল্লাহ আল্লাহ ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পাতি। এই সমাপনী দিবসে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আবু নসর হাসান অধ্যক্ষ বড়হাতিয়া এশায়াতুল উলুম ফাজিল মাদ্রাসা লোহাগাড়া। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইব্রাহিম কবির বিশেষ আকর্ষণ হিসেবে ওয়ায়েজ করেন আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী সাহেব পির সাহেব জৈনপুরী দরবার, নারায়ণগঞ্জ। আরও ওয়ায়েজ করেন আলহাজ্ব মাওলানা এহসান উল্লাহ আব্বাসী সাহেব জৈনপুরী দরবার নারায়নগঞ্জ। ওয়ায়েজ করেন ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার সাহেব অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান,শরীয়া সুপারভাইজারি বোর্ড, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ। ওয়ায়েজ করেন আলহাজ্ব ড. মাওলানা আ,ফ,ম,খালেদ হোসাইন সাহেব সাবেক বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ওমরগনী এম, ই, এস কলেজ, চট্টগ্রাম।এইছাড়া আরও বেশ কিছু আলেম ওলমাদের ওয়ায়েজের মধ্য দিয়ে শেষ হয় চুনতীর ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহফিল এবং আখেরী মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলে জানিয়েছেন মাতোয়ালী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা ইবনে দিনার নাজাত ও সীরতুন্নবী (সঃ) মাহফিলের মিডিয়া প্রধান লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার ।উনারা বলেন সমাপনী দিবসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রখ্যাত ওলামায়েকেরামগণ মাহফিলে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সমাপনী দিবস শুরু হয়৷ বুধবার সকাল ৯টা থেকে । চলতি মাসের ৮ অক্টোবর আর্ন্তজাতিক পর্যায়ের এ মাহফিল শুভ উদ্ভোদন করেন লোহাগাড়া সাতকানিয়ার অভিভাবক চট্টগ্রাম ১৫ আসনের মননীয় সাংসদ সদস্য জনাব এমপি নদভী । শুরু থেকে দেশের প্রখ্যাত আলেমগণ পূর্ব নির্ধারিত বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রেখেছেন। হাজার হাজার মানুষ সীরত মাহফিলে অংশগ্রহণ করেন প্রতিদিন। সমাপনী দিবসে লাখো মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।