আরজিকর ঘটনার জেরে বিভিন্ন স্তরের আন্দোলন অব্যাহত, জয়নগরে

- আপডেট সময় : ১০:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

আরজিকর ঘটনার জেরে বিভিন্ন স্তরের আন্দোলন অব্যাহত, জয়নগরে
কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর ঃ-
রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার অন্তর্গত ধোসা বাজার তে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যে রাজনীতি উত্তাল।প্রতিদিন এনিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন সহ নানান স্তরের মানুষের আন্দোলন অব্যাহত।সেরূপ বুধবার বিকালে প্রতিবাদ মিছিল করেন বারুইপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এদিন গাববেড়িয়ার মন্ডল মোড় থেকে ধোষা বাজার পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন । প্লাকার্ড হাতে নিয়ে এদিন রাস্তায় নামেন তারা। মূলত আরজিকর কাণ্ডে দোষীকে চরম শাস্তি দাবিতে । উপস্থিত ছিলেন বারুইপূর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবত্তী , জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, ভবেশ রঞ্জন চক্রবর্তী, সুব্রত মন্ডল,ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েত প্রধান রঞ্জিতা সরদার সহ প্রমুখ।