আমি চীনের নয়, আমরাই অখণ্ড ভারত তৈরি করেছি বললেন , ফারুক আবদুল্লাহ।।
- আপডেট সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৭২ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বম্বেতে এন সি পি নেতা এবং মহারাষ্ট্রের সাবেক উপমুখ্যমন্ত্রী ছগন ভুজবলের ৭৫,তত্ম, শুভ জন্মদিন উপলক্ষে একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে বলেন, ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ ও আমি চীনের মানুষ নয়। আমরা ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমরা এই অখণ্ড ভারত তৈরি করেছি। এটি আমাদের জন্মভূমি। এখানেই আমাদের জন্ম ও মৃত্যু হবে। কিছু ভুইফোঁড় বিজেপি ও তার সহযোগী আর এস এস নেতা কর্মী ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ কে বিদেশী তামাকা দিয়ে ভারত থেকে বিতাড়িত করার পরিকল্পনা নিয়েছেন। এই সব পরিকল্পনা কোন দিন বাস্তবায়নে রূপ দিতে পারবে না। সুতরাং ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়ে দেশকে স্বাধীন করছেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্ভব ঠাকুরে। এবং এন সি পি প্রধান এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং ভারতের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শ্রী শারদ পাওয়ার এবং অজিত পাওয়ার ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। শ্রী ছগন ভুজবল একসময় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন এবং পরবর্তীতে শিবসেনা হয়ে বর্তমানে তিনি এন সি পি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যে তে।।