আমরা ৮৬ ভেড়ামারা, কুষ্টিয়া এর পক্ষ থেকে বন্ধু মোহাঃ ছালামত হোসেন কে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ ডেস্ক নিউজ। মোহাঃ ছালামত হোসেন পিতা মৃত ইয়াকুব আলী, গ্রাম ফারাকপুর ( ১ নং ) ওয়ার্ড, ভেড়ামারা পৌরসভা, ভেড়ামারা, কুষ্টিয়া নিবাসী আমাদের বন্ধু গত ০৭/১০/২০২২ ইং তারিখ রোজ শুক্রবার পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও এ্যাওয়ার্ড -২০২২ এ , আমাদের বন্ধু তার তিনটি বই মনোনীত হওয়ায় এবং সাহিত্য সংগঠনিকে বিশেষ ভূমিকা রাখায় এ্যাওয়ার্ড -২০২২ এ স্বর্ণপদক পাওয়ায় আমরা ৮৬ ব্যাচ ভেড়ামারা ও ভেড়ামারা বাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেষ্ট সম্বর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি ১৪/১০/২০২২ ইং তারিখ রোজ শুক্রবার মোঃ মনির উদ্দিন ( আয়কর আইন জীবি ) ডাকবাংলো মার্কেট ২ য় তলায় অফিস কক্ষে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ৮৬ ব্যাচ ভেড়ামারা এর সভাপতি জনাব মোঃ মাহাবুব আলম বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন শিহাব।মোঃ মনির উদ্দিন , মাহাবুব আলী খান অরুন , শামীমরেজা , রোকনুজ্জামান সাজু , মনির উদ্দিন মনি , মাহামুদুন নবী খান , ওলি আহমেদ মিলন , শহীদুল ইসলাম শাহীন , রুহুল আমিন ইমরোজ , ডাঃ শিহাবুল আলম মিন্টু , মোঃ শরীফুল ইসলাম, মোঃ জুলফিকার আলী , মোঃ ইদ্রীস আলী, মোছাঃ নার্গিস আক্তার বানু কেকা, মোছাঃ নাসিমা ইসলাম আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য গন।
সকলেই তার সাফল্য অব্যাহত থাকুক এ কামনা করেন ।