আধ্যাত্মিক জ্ঞান সাধক আওলাদে রাসূল হযরত বড় মাওলানা সৈয়দ মুফাজ্জলুর রহমান (রহ.) কর্তৃক প্রবর্তিত ১২৭ তম “ঘোড়দৌড় সভা
- আপডেট সময় : ১০:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম
হযরত বড় মাওলানা সৈয়দ মুফাজ্জলুর রহমান (রহ.) ছিলেন জ্ঞান তাপস, লেখক ও বিভিন্ন ভাষাজ্ঞান সমৃদ্ধ একজন ইসলামী চিন্তাবিদ। এলাকার মুসলমানদেরকে ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধে উজ্জ্বীবিত করার লক্ষে ১৮৯৬ সালে এই ঘোড়দৌড় সভা প্রবর্তন করেন। এতে করে এলাকায় সৃষ্টি হয় ইসলামী সংস্কৃতির এক নতুন জাগরণ।
সভার বিলে ঐতিহাসিক আছরের জামাত ও ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় পাশাপাশি মিষ্টান্ন, মৃৎশিল্পের তৈজসপত্র, শিশুদের খেলনাসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বেচাকেনা চলে ধুমধাম। সভায় সমাগম ঘটে দূর-দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ -বণিতার। ঐতিহ্যবাহী সভাটি গ্রাম বাংলার অনাবিল শান্তি ও আনন্দের এক সরস প্রাণের জীবন্ত উৎস।
স্থান সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে সবার বিল মাঠ আমিরাবাদ লোহাগাড়া চট্টগ্রাম।
উক্ত সভায় সকলের প্রতি দাওয়াত রইল।