আদমদীঘিতে পাচারকালে ৩৭৫ বস্তা সার জব্দ!!
- আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়ার আদমদীঘিতে অবৈধ পথে সার পাচারকালে ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রওশন আলী নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে আদমদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে জব্দকৃত সার প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয় বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘি বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স খন্দকার ট্রেডার্সের প্রোপ্রাইটর রওশন আলীর দোকান থেকে ট্রাকযোগে সার পাচার করার ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রওশন আলীর দোকানের সামনে থেকে ট্রাকবোঝাই করা ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করেন। পরেরদিন বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সার বিক্রেতা রওশন আলীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত ৩৭৫ বস্তা ডিএপি সার প্রকাশ্যে নিলামে ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।