আজ সাতসকালে গুজরাটের মোবারির মচ্ছু নদীর সেতু ভেঙে নদীতে পড়ে মৃত্যু হয়েছে ১৪০,জনের।
- আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সামনে ভারতের গুজরাট রাজ্যের নির্বাচন, ঠিক তার আগে এই বিজেপি শাসিত রাজ্যের রাজধানী গান্ধী নগর থেকে প্রায় ২৪০,কিলোমিটার, দূরে অবস্থিত মচ্ছু নদীর নতুন ব্রিজ ভেঙে নদীতে পড়ে মৃত্যু হয়েছে ১৪০,জনের। এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। ঘটনার স্হানে পৌঁছে যায় ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। উদ্ধার কাজে নেমে পড়েছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যরা। মচ্ছু নদীর তীরে রয়েছে ভারতের সামরিক বাহিনীর মেজর গৌরব জী। তিনি বলেন উদ্ধার চলেছে এবং সাধারণ মানুষ তাদের সাহায্য করছে। ঘটনার খবর পাওয়া মাত্র গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতের পরিবার পিছু চার লাখ টাকা এবং আহতদের মাথা পিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করেন। ঘটনার স্হানে পৌঁছে যায় গুজরাট রাজ্যের মন্রী ব্রিজেস মৌর্য। পুলিশ প্রশাসন ঘটনার স্হানে ঘিরে রেখেছে। এই জন্য গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী কে দায়ী করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এখনো উদ্ধার চলেছে।।