আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ২১শের, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সফল পুলিশ কর্মকর্তাদের সম্মান প্রদর্শন করা হয়।।
- আপডেট সময় : ১১:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলা পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে আজ সফল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র ও ছাত্রীদের মধ্যে সম্মান জানানো হয়। সেই সাথে বারুইপুর জেলা পুলিশের সফল পুলিশ অফিসার ও দক্ষ এবং কাজের ক্ষেত্রে নজির স্থাপন কারি পুলিশ কর্মকর্তাদের সম্মান প্রদর্শন করা হয়। এদিন বারুইপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে তাদের হাতে সম্মানজনক পুরস্কার প্রদান করেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস। এছাড়াও পুলিশ পরিবারের চার সদস্যদের চারটি এ্যায়াড দেওয়া হয়েছে পশ্চিম বাংলা সরকারের, ডব্লিউ বি পি এ এস এস এর এ্যায়াড এবং ডি আই জি দ্বারা কলার শিপ এ্যায়াড প্রদশর্ন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ইস্কুল ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মীরা উপস্থিত ছিলেন। এবং পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাথে সাথে বারুইপুর জেলা পুলিশের সুপার সহ বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।