আজ কলকাতার এস টি এফের জালে ধরা পড়েছে অন্ত রাজ্য অস্ত্র ব্যাবসায়ী।।
- আপডেট সময় : ১২:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার কলকাতা গোয়েন্দা সংস্থা এস টি এফ এর হাতে ধরা পড়ে দুইজন অন্ত রাজ্য অস্ত্র ব্যাবসায়ী। ধৃত ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ও একজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলে। এর মধ্যে ধৃত কুরমান আলী র বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায়। তার কাছ থেকে একটি এক নালা বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এবং ধৃত কুরমান আলী কলকাতার একটি বেসরকারি সিকিউরিটি গার্ড এর কাজ করে। এবং এর আড়ালে লুকিয়ে তিনি গোপনে অস্ত্র বিক্রি করতেন বলে জানান পুলিশ। তিনি এই মারন অস্ত্র বিক্রি করতে চলে আসেন মুর্শিদাবাদ জেলার ডোমকলে র বাসিন্দা রাকেশ মোল্লার কাছে। কিন্তু তার আগে খবর পেয়ে কলকাতা গোয়েন্দা সংস্থা এস টি এফ তাদের ধরে ফেলে। কিন্তু কেন বা আগামী পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র বিক্রি করছিল তা জানার চেষ্টা করছে কলকাতার গোয়েন্দা সংস্থা এস টি এফ। ধৃত ব্যক্তিদের আজ আদালতে তোলা হবে এবং পুলিশের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে বলে জানান কলকাতার এস টি এফ এর পক্ষ থেকে।।