আগুনে পুড়ছে আনোয়ারার দুই বসত ঘর
- আপডেট সময় : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন ভরাপুকুরপাড় এলাকায় আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে স্থানীয় মো. জাহাঙ্গীর ও আজিমের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, ‘আজ ভোরে স্থানীয়দের চিৎকার শুনে বের হয়ে দেখি, জাহাঙ্গীরের ঘরে ভয়াবহ আগুন। তার ঘরেই প্রথম আগুন লাগে। সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। গত বৃহস্পতিবার তারা তাদের ঘরে নতুন বউ এনেছিলেন।’
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।