আগামীকাল শনিবার চুনতী সীরত মাহফিলের ৮ম দিবস।
- আপডেট সময় : ১১:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম -আগামীকাল ১৮রবিউল৷ আউয়াল ১৪৪৪হিজরি ১৫অক্টোবর২০২২ইংরেজি ৩০ আশ্বিন ১৪২৯ বাংলা মাওলানা মুহাম্মদ আলী সহকারী ইমাম এস আলম কমপ্লেক্স জাম মসজিদের তেলাওয়াতে কালাম পরিবেশনে মাধ্যমে বাদে আছর ৮ম শুরু হবে। ৮ম দিবসে না’আতে রসুল(সা.)পরিবেশ করবেন সোলতান মুহাম্মদ রফি,ছাত্র , দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা মুহসিন ভুঁইয়া সাহেব, অধ্যক্ষ দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম। ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা নেজাম উদ্দিন সাহেব খতিব, মধ্যম আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদ লোহাগাড়া বিষয় যাকাতে শয়রী বিধান ও যাকাত অনাদায়ের ভয়াবহ পরিণতি বর্ণনা অধিবেশন – বাদ মাগরিব তেলওয়াতে কালামে পাক করবেন আবু জাফর শাকিল , ছাত্র , চিববাড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স , সাতকানিয়া , চট্টগ্রাম। না’আতে রসুল(স.) পরিবেশন করবেন কফিল উদ্দিন মাহমুদ, ছাত্র, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া। ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা শহিদুল হক হোছাইনি মুহাদ্দিস শাহচাঁন্দ আওলিয়া কামিল মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম – বিষয় এক মুমিনের উপর অন্য মুমিনের পারস্পরিক হক সমুহের বিবরণ।
অধিবেশন-বাদ এশা
ওয়ায়েজ করবেন – আলহাজ্ব মাওলানা আহমুদুর রহমান নদভী সাহেব, মুহাদ্দিস দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম। বিষয় আল্লাহর গজব নাযিলের কারণ, পূর্ববর্তী উম্মতগণের ওপর বিভিন্ন সময়ে নাযিল হওয়া গজবের বর্ণনা। ওয়ায়েজ করবেন -আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী সাহেব – প্রধান পরিচালক মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, চকরিয়া কক্সবাজার, বিষয় – আল কুরআনের আলোকে মুমিনদের গুণাবলী বর্ণনা।