আগামীকাল রবিবার চুনতী সীরত মাহফিলের ৯বম দিবস

- আপডেট সময় : ০২:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ১০৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রাম, ১৯ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি ১৬ অক্টোবর ২০২২ ইংরেজি ৩১আশ্বিন ১৪২৯ বাংলা রোজ রবিবার ১৯ দিন ব্যাপী৫২ তম আন্তর্জাতিক মাহফিলের ৯বম
দিবস এই দিবসে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা নাসেরুল হক চিশতী সাহেব পীর সাহেব, দক্ষিণ সুখছড়ী দরবার লোহাগাড়া চট্টগ্রাম । ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা জাফর সাদেক মিয়াজী সাহেব মেঘনা পেট্রোলিয়াম লিঃ চট্টগ্রাম। বিষয় – মুমিন জীবনে দৈনন্দিন মসনুন দোয়াসমুহ। বাদে মাগরিব ওয়ায়েজ করবেন মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেব নির্বাহী সদস্য আই, আই, আই, ই, ডি, বিষয় – মদীনা হিজরাতের সংক্ষিপ্ত বিবরন ও হিজরি সাল প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট। বাদে এশা ওয়ায়েজ করবেন মাওলানা মুহাম্মদ আনোয়ার হোছাইন সাহেব মুহাদ্দিস , দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। বিষয় -সূরা তাকাসূরের তাফসীর ও শিক্ষা। ওয়ায়েজ করবেন মাওলানা জিয়উল হক আনসারী সাহেব, শিক্ষক আলহাজ্ব এস এম নাসিমা বেগম আলিম মাদ্রাসা পটিয়া, বিষয় (অর্থ; আল্লাহর ও রসুলের(স.) এবং কর্তত্বের অধিকারীদের আনুগত্য কর)এ আয়াতের আলোকে ইসলামি আনুগত্যের পদ্ধতি আলোচনা।