ব্রেকিং নিউজঃ
অবশেষে দীর্ঘ ৫ দিন পর শোয়েবের ভাসমান লাশ উদ্ধার
মাসুম হোসেন অন্তু (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরে রাউতারা সুইসগেটে পিকনিক করতে এসে ৪ জন পানিতে ডুবে গিয় তার মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও শোয়েব কে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির দীর্ঘ পাঁচ দিন পর (১ সেপ্টেম্বর) রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শোয়েবের মৃত লাশ বাঘাবাড়ি পোর্ট এর পাশে নদীতে ভেসে উঠে। এই লাশটি দেখে শোয়েব এর পরিবারের পরিচিত এক মাঝি শোয়েব এর পরিবারকে খবর দেয়।
সাথে সাথে শোয়েবের পরিবারের সকল সদস্য সেখানে উপস্থিত হয় এবং লাশটি দেখে শনাক্ত করে যে এটা শোয়েবের লাশ। লাশটি দেখে কান্নায় ভেঙে পড়েন,, শোয়েবের পরিবারের সকল সদস্য।
লাশের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা জানান নৌ পুলিশ এসে লাশটিকে শুরৎহাল করে পরবর্তী ব্যবস্থা নেবেন।