অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় সিলেটে পানিবন্দী মানুষের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম
- আপডেট সময় : ০৩:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
“অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় সিলেটে পানিবন্দী মানুষের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম”
ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে।
এ অবস্থায় বন্যা কবলিত মানুষ ও গৃহপালিত প্রাণী উদ্ধার করতে মাঠে কাজ করছে সিলেট জেলা পুলিশ। পানিবন্দি মানুষ ও গৃহপালিত প্রাণী উদ্ধার করে ইঞ্জিনচালিত নৌকায় করে আশেপাশের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ। পানিবন্দী মানুষের মাঝে বোতলজাত পানি, শুকনো খাবার এবং খিচুরিসহ ত্রাণ বিতরণ করা হচ্ছে পুলিশের পক্ষ হতে।
মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে থানা পুলিশের সকল সদস্যরা একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর প্রাপ্ত কল ও জেলায় ব্যবহৃত জরুরী নম্বরে বিভিন্ন এলাকার লোকজনের সংবাদের ভিত্তিতে বন্যার্তদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হচ্ছে।
সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এমন মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত রেখে বানভাসি মানুষের পাশে থাকতে নির্দেশনা প্রদান করেছেন। সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে এবং জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।